যোগাযোগ

ষোলো ম্যাগাজিনে নিজের লেখা দেখতে চাও? দেরি না করে জলদি পাঠিয়ে দাও আমাদের এই মেইলে [email protected]। মেইলের সাবজেক্ট হিসেবে লিখবে ‘ষোলোর জন্য লেখা’।

ষোলোতে কারা লেখা পাঠাতে পারবে?
যেকোনো বয়সের, যেকোনো শ্রেণি-পেশার পুরুষ ও নারী লেখা পাঠাতে পারবে। তবে,

  • লিখতে হবে কিশোর-তরুণদের জন্য; তাদের উপযোগী টপিকে।
  • ইসলাম প্র্যাকটিসিংদের জন্য নয়, লিখতে হবে নন-প্র্যাকটিসিং ছেলেমেয়েদের উদ্দেশ্য করে। কেননা, যারা ইসলাম প্র্যাকটিস করছে, তারা ইতোমধ্যেই সঠিক পথে চলছে। তাদের জন্য অনেক বইপত্র ও কনটেন্ট পাওয়া যায়। কিন্তু, যারা দ্বীন থেকে দূরে আছে, তাদেরকে দ্বীনের সংস্পর্শে আনার মতো বইপত্র বা কনটেন্ট প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই তাদের উপযোগী লেখা পাঠাতে হবে।
  • লেখায় সম্বোধনসূচক অব্যয় হিসেবে ‘তুমি/তোমরা/তোমাদের’ ব্যবহার করতে হবে।

লেখা পাঠানোর সময় তোমার নাম, স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের নাম (পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলা বড়রা আপনাদের কর্মস্থল বা জেলার নাম দেবেন) ও মোবাইল নাম্বার লিখে দেবে।

কোন কোন বিষয়ে লেখা পাঠাতে পারবে?
লিখতে পারো তোমার ক্লাসের মজার কোনো ঘটনা, থ্রিলার, ভূতের গল্প, রহস্যগল্প, রম্যগল্প, ভ্রমণকাহিনি, ছোটগল্প, সায়েন্স ফিকশন বা ছড়া-কবিতা। সেলফ হেল্প, মোটিভেশনাল, ক্যারিয়ার টিপস, লাইফ হ্যাকস, লাইফ স্কিল, ইতিহাস, গণিত, বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, অর্থনীতি, ট্রিভিয়া… মনে যা চায় লিখতে পারো সেগুলোও। তবে, লেখাটা অবশ্যই কিশোর-তরুণদের উপযোগী হতে হবে।

সর্বোচ্চ কত শব্দের লেখা পাঠানো যাবে?
শব্দ সংখ্যা নির্দিষ্ট নয়। শিক্ষামূলক সুন্দর লেখা অনেক বড় হলেও সেটা ষোলোতে প্রকাশিত হয়। তাই, শব্দসীমার দুশ্চিন্তা না করে তোমার সুন্দর লেখাটা আজই পাঠিয়ে দাও আমাদের কাছে।

একজন সর্বোচ্চ কয়টা লেখা পাঠাতে পারবে?
যত খুশি তত পাঠাতে পারবে। তবে সাধারণত একটি সংখ্যার জন্য একটি লেখাই নির্বাচিত হবে। বাকিগুলোও ম্যাগাজিনে ছাপার উপযোগী হলে পরবর্তী সংখ্যার জন্য নির্বাচিত হতে পারে।

কোন ফরম্যাটে লেখা পাঠাতে হবে?
MS Word (docx), Google Docs ও Text ফরম্যাটে লেখা পাঠাতে হবে। অবশ্যই Unicode/Avro কীবোর্ডে লিখতে হবে। PDF, JPG, JPEG ও PNG ইত্যাদি ফরম্যাটে পাঠানো লেখা ছাপানোর অযোগ্য বলে বিবেচিত হবে।

লেখা পাঠানোর শেষ সময় কবে?
লেখা পাঠানোর কোনো শেষ সময় নেই। যত আগে লেখা পাঠাবে, পরবর্তী সংখ্যার জন্য সেটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে।

তাই, শেষ সময়ের হিসাব না করে, ষোলোর জন্য তোমার লেখা শেষ হতেই তা আমাদের ইমেইলে পাঠিয়ে দাও। যাদের লেখা ম্যাগাজিনে প্রকাশিত হবে, তাদের জন্য থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার!