ষোলো কেন?
কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা হলো আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তারা অবহেলার শিকার। তাদের নিষ্পাপ, সজীব প্রাণকে বিষাক্ত করার জন্য বিদ্যমান বিশ্ব কাঠামোর প্রতিটি উপাদান একযোগে কাজ করে যাচ্ছে। এর বিপরীতে, তাদের (বিশেষ করে স্কুল-কলেজ-ভার্সিটি পড়ুয়াদের) সুস্থ-সুন্দরভাবে বেড়ে উঠার জন্য, এবং সমাজের দায়িত্ববান সদস্য হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের বেশ অভাব।
সমাজের এই অবহেলিত জনগোষ্ঠীকে মরীচিকার হাত থেকে রক্ষা করা, আল্লাহ-প্রদত্ত মনের স্বাভাবিকতা বা ফিতরাতের পরিচর্যা করে ব্যক্তিগত ক্ষেত্রের পাশাপাশি পরিবার, সমাজ তথা পুরো বিশ্বের জন্য একজন দায়িত্ববান সদস্য হিসেবে গড়ে তোলা খুবই প্রয়োজন।
ষোলো কী?
‘ষোলো’ হলো কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের জন্য প্রকাশিত ম্যাগাজিন। এতে হতাশা, দুশ্চিন্তা, একাকিত্ব, আত্মহত্যা, প্রেম, পড়াশোনায় অনীহা, মাদকাসক্তি… ইত্যাদি সমস্যার সমাধান বাতলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন মজার মজার গল্প, কবিতা, থ্রিলার, ইতিহাস, কমিকস, রহস্য গল্প, ভ্রমণকাহিনি, ক্যারিয়ার টিপস, রেসিপি, লাইফস্কিলস, শরীরচর্চা ইত্যাদি নিয়েও থাকে বিভিন্ন আয়োজন।
ষোলোর লক্ষ্য
কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের ইসলামী মূল্যবোধে দীক্ষিত করে সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তোলা।
কার্যক্রমসমূহ
- ম্যাগাজিন প্রকাশ (হার্ডকপি এবং সফট কপি)
- মৌলিক লেখা, লেখা সংগ্রহ, সম্পাদনা
- ম্যাগাজিন ডিজাইন
- রিডার্স ক্লাব
- এলাকা ভিত্তিক পাঠচক্র
- কমিউনিটি তৈরি
- সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট
- কন্টেন্ট তৈরি (লেখা, ছবি, ভিডিও)
- ওয়েবসাইট তৈরি ও রক্ষণাবেক্ষণ
- কন্টেন্ট পাবলিশ এবং এনগেজমেন্ট করা
কন্টেন্ট
Edutainment = Educational + Entertainment
শিক্ষামুলক এবং আনন্দদায়ক

ষোলোকে গড়ার সঙ্গী হোন
ছড়িয়ে দিন!
আপনার কাছে-দূরে, চেনা, পরিবার, স্কুল-কলেজে ছড়িয়ে দিন ষোলোকে। গিফট করুন, ষোলোর কথা বলুন; ইনশাআল্লাহ এতে আমাদের কাজ আরও ছড়িয়ে যাবে!
লেখা পাঠান
ষোলো ম্যাগাজিনে আপনার সুন্দর সুন্দর লেখা পাঠিয়েও আমাদের সঙ্গী হতে পারেন। লেখা পাঠাতে পারবেন [email protected] ইমেইলে। মেইলের সাবজেক্ট হিসেবে লিখবেন ‘ষোলোর জন্য লেখা’।
আর্থিকভাবে যুক্ত হোন
ষোলোর মাধ্যমে হাজার হাজার মানুষ অন্যায় ছেড়ে, পাপকাজ বাদ দিয়ে ইসলামের শিক্ষায় একেকজন দায়িত্বশীল মানুষ হয়ে উঠবে ইনশাআল্লাহ। তারাই আগামী দিনে এই সমাজকে পরিবর্তন করবে, দ্বীনী এবং দাওয়াতি কার্যক্রম চালিয়ে নেবে। এই পরিবর্তনে আপনার অংশগ্রহণ আপনার আখিরাতে সাদাক্বাহ জারিয়াহ হয়ে থাকবে ইনশাআল্লাহ!
সাপোর্টার হতে যোগাযোগ করুন – হোয়াটসঅ্যাপ: +8801511-162016