অ্যাপেনডিক্সের রাজ্যে

আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, ‘মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গটির নাম কী?’ আমরা তখন নিমিষেই উত্তর দিই অঙ্গটি হচ্ছে অ্যাপেনডিক্স। মাধ্যমিক থেকে উচ্চ-মাধ্যমিকের সব বইয়েই অ্যাপেনডিক্সকে নিষ্ক্রিয় হিসেবে উপস্থাপন করা যায়। কিছু লোকজন তো এটাকে মানবদেহের জন্য ক্ষতিকর হিসেবেও আখ্যায়িত করেছেন। অ্যাপেনডিক্স কি আসলেই নিষ্ক্রিয়? এর উপস্থিতি কি মানবদেহের জন্য ক্ষতিকর? এসব প্রশ্নের উত্তর পেতে হলে যেতে হবে অ্যাপেনডিক্সের রাজ্যে। তাহলে চলুন, ঘুরে আসা যাক অ্যাপেনডিক্সের রাজ্যে।

সিকামের সাথে সংযুক্ত, আঙ্গুলের মতো অঙ্গটির সর্বপ্রথম বিবরণ দেন অ্যানাটমিস্ট Berengario Da Carpi ১৫২১ সালে। ৯ সেন্টিমিটার দীর্ঘ ও ৬ মিলিমিটার ব্যাসবিশিষ্ট অঙ্গটিকে মূলত চার্লস ডারউইনের যুগ থেকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হতো। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা প্রমাণ করেন যে, ‘অ্যাপেনডিক্স কোনো নিষ্ক্রিয় অঙ্গ নয়; বরং মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যাপেনডিক্সের ভূমিকা অপরিসীম।’

মিডওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দাবি করেন যে, ‘অ্যাপেন্ডিক্স একটি সেকেন্ডারি অথবা গৌণ প্রতিরক্ষা অঙ্গ। অ্যাপেনডিক্সে লিম্ফয়েড টিস্যুর গড় ঘনত্ব বেশি।’[1]

লিম্ফয়েড কোষগুলো প্রতিরক্ষা কোষ হিসেবে কাজ করে। লিম্ফয়েড কোষ তিন ধরনের। যথা :

(1) B-Cell

(2) T-Cell

(3) NK-Cell.

B-Cell ও T-Cell গুলো ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। এ ছাড়া পাচনতন্ত্রের যথাযথ চলাচল ও বর্জ্য অপসারণে সাহায্য করে, যা রোগজীবাণুকে নিয়ন্ত্রণ করে এবং প্রথমে প্রাথমিক রোগ প্রতিরোধ করতে পারে, যা পরে মারাত্মক রোগ প্রতিরোধ করে।[2]

এখানেই শেষ নয়! অ্যাপেনডিক্স মানবদেহের জন্য উপকারী ব্যাকটেরিয়ার ভান্ডার হিসেবে কাজ করে, যাদেরকে প্রোবায়োটিক বলা হয়।[3]

এদের প্রধান কাজ হলো, শরীরের সুস্থতার ভারসাম্য বজায় রাখা। যেমন- তোমার শরীরে যখন খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ করে, তখন এই খারাপ ব্যাকটেরিয়াগুলো তোমার শরীরকে ভারসাম্যহীন করে ফেলে। তখন এ প্রোবায়োটিক বা ভালো ব্যাকটেরিয়াগুলো তাদের বিরুদ্ধে লড়াই করে তোমার শরীরে সুস্থতার ভারসাম্য ফিরিয়ে আনে। এ ছাড়াও প্রোবায়োটিকগুলো খাবার হজম করতে সাহায্য করে এবং ভিটামিন তৈরি করে।[4]

২০১৭ সালে ডায়রিয়ায় সারাবিশ্বে ১.৬ মিলিয়ন মানুষ মারা যায়।[5] এমনকি বর্তমান সময়েও কিছু কিছু দেশে ডায়রিয়ার ভয়াবহতা লক্ষ করা যায়। যখন অন্ত্র ডায়রিয়ার জীবাণু এবং অন্যান্য রোগের জীবাণুতে আক্রান্ত হয়, তখন প্রোবায়োটিকগুলো অন্ত্র পরিষ্কার করে, হজমতন্ত্রকে পুনরায় কর্মক্ষম করে এবং তোমাকে সুস্থ রাখে।[6] আগেই বলেছিলাম, অ্যাপেনডিক্স এ প্রোবায়োটিকগুলোর ভান্ডার হিসেবে কাজ করে।

এত উপকারী হওয়ার সত্ত্বেও কিছু লোক অ্যাপেনডিক্সকে নিষ্ক্রিয় মনে করে কেটে ফেলে। আমেরিকায় প্রতিবছর ৩ লাখ মানুষ অ্যাপেনডিক্স কেটে ফেলে।[7] অ্যাপেনডিক্স কেটে ফেললে মানবদেহের কী কী ক্ষতি হয় সেটা এবার জানা যাক।

কিছু গবেষণায় দেখা গেছে, অ্যাপেনডিক্সবিহীন মানুষের শরীরে সংক্রমণের হার বেশি হয়। তাদের অসুস্থতা থেকে সেরে উঠতে অনেক সময় লাগে।[8]

সুইডেনের মানুষদের উপর গবেষণায় পাওয়া যায়, 20 বছর বয়সের আগে যাদের অ্যাপেনডিক্স অপসারণ করা হয়েছে, তাদের হার্ট-অ্যাটাকের ঝুঁকি ৩৩% বেড়ে গেছে।[9]

এ ছাড়াও অ্যাপেনডিক্সের অপসারণে প্রতিরক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে এবং কিছু অটোইমিউন রোগের ঝুঁকি বাড়ায়।[10]

তাই অ্যাপেনডিক্সকে নিষ্ক্রিয় বা অপ্রয়োজনীয় মনে করার কোনো প্রশ্নই উঠে না। তার উপর একে ক্ষতিকর হিসেবে অ্যাখ্যায়িত করা নিছক তামাশা ছাড়া আর কিছুই নয়।

[ষোলো ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত]

রেফারেন্স :

[1]Appendix may have important function, new research suggests — ScienceDaily (https://www.sciencedaily.com/releases/2017/01/170109162333.htm)

[2]The vermiform appendix: not a useless organ – PubMed (nih.gov)(https://pubmed.ncbi.nlm.nih.gov/15228837/)

[3]Appendix Isn’t Useless at All: It’s a Safe House for Bacteria | Duke Health (https://www.sciencedaily.com/releases/2007/10/071008102334.htm)

[4]Probiotics: What is it, Benefits, Side Effects, Food & Types (clevelandclinic.org) (https://my.clevelandclinic.org/health/articles/14598-probiotics)

[5]Diarrheal diseases – Our World in Data ( https://ourworldindata.org/diarrheal-diseases)

[6]Appendix May Actually Have a Purpose (webmd.com) (https://www.webmd.com/digestive-disorders/news/20071012/appendix-may-have-purpose)

[7] Many People with Appendicitis Don’t Need Surgery, Just Antibiotics | Live Science (https://www.livescience.com/63699-appendicitis-antibiotics.html)

[8]Your Appendix May Not Be Useless After All | Time (https://time.com/4631305/appendicitis-appendix-gut-bacteria/)

[9]Surgical removal of the tonsils and appendix associated with risk of early heart attack, study suggests — ScienceDaily (https://www.sciencedaily.com/releases/2011/06/110601075128.htm) [10]Surgical removal of the tonsils and appendix associated with risk of early heart attack, study suggests — ScienceDaily (https://www.sciencedaily.com/releases/2011/06/110601075128.htm)


by

Tags: