ব্যবসায় নামার আগে…

নতুন নতুন ইসলামের বুঝ পাবার পর অনেকের মাঝে কিছু ঝোঁক তৈরি হয়। এর মধ্যে একটি হলো, হালাল বা সুন্নাহসম্মত ব্যবসা করার ঝোঁক। নিঃসন্দেহে এটি অনেক ভালো চিন্তা-ভাবনা। কিন্তু সমস্যা হলো, অধিকাংশ কিশোর-তরুণই মনে করে, সুন্নাহসম্মত ব্যবসা মানেই আতর-টুপি আর ইসলামি বইয়ের ব্যবসা। এটা কিন্তু ভুল ধারণা, ভাইয়া।

রাসূলুল্লাহ ﷺ কিংবা সাহাবি আজমাঈন (আল্লাহ তাঁদের ওপর সন্তুষ্ট হোন) কিন্তু শুধু আতর-টুপি বা বইয়ের ব্যবসা করেননি। তাই, সুন্নাহসম্মত ব্যবসাকে আতর-টুপি আর বইয়ের ব্যবসায় সীমাবদ্ধ ভাবা উচিত নয়। বরং যেকোনো হালাল ব্যবসাই সুন্নাহসম্মত উপায়ে করা যেতে পারে।

এটা গেল প্রথম ভুল ধারণা। অনেকের মধ্যেই আরেকটি ভুল প্রবণতা আছে। হুট করে মনে হলো, আর অমনি ফেসবুকে একটা পেইজ খুলে আতর-টুপি, বই-মধু ইত্যাদির ব্যবসা শুরু করে দিল। এটা ঠিক না। ব্যবসা করতে হলে প্রাথমিক কিছু জ্ঞানার্জন জরুরি। তাত্ত্বিক ও ব্যবহারিক—উভয় প্রকারই।

তুমি যে জিনিস নিয়ে ব্যবসা করতে চাও বা উদ্যোক্তা হতে চাও, তা নিয়ে অল্প হলেও কিছু পড়াশোনা করো। বাজার, চাহিদা, যোগান ইত্যাদি যাচাই-বাছাই করো। তারপর অভিজ্ঞদের পরামর্শ নাও। এই উদ্যোগে কী কী অসুবিধা মোকাবিলা করতে হতে পারে, সম্ভাব্য ঝুঁকি কী, সেগুলো সম্পর্কে জানো। তারপর সম্ভাবনাময় মনে হলে ইসতিখারা করে উদ্যোগ নাও, ব্যবসা শুরু করো।

কিছুই না জেনে, কিছুই না বুঝে, নিছক ঝোঁক আর আবেগ থেকেই কিছু একটা শুরু করে দেওয়াটা প্রশংসনীয় কিছু নয়। এটা রাসূলুল্লাহ ﷺ কিংবা সাহাবিদের আদর্শ নয়। বাজার সম্পর্কে, ব্যবসার পদ্ধতি সম্পর্কে উনাদের অত্যন্ত ভালো ধারণা ছিল।

যেকোনো ব্যবসা শুরু করা খুবই সহজ। কিন্তু আরও বেশি সহজ হলো লস করা। ব্যবসাতে লাভ-লস থাকবেই। কিন্তু নিজের ভুলে, তাড়াহুড়া, অস্থিরতা বা নির্বুদ্ধিতায় লস করাটা স্মার্ট মানুষদের কাজ নয়, ভাইয়া। আমরা মুসলিম। আমাদের অনেক স্মার্ট হতে হবে।


Posted

in

by

Tags: