দুআ সিরিজ (১): কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না

সিনেমার নায়কদের দেখা যায় একাই ১০/১২ জনকে ঢিসুম ঢিসুম পিটিয়ে নায়িকাকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান… আরও কত ম্যান রয়েছে। এসব সুপারহিরোদের অসম্ভব ক্ষমতাধর হিসেবে দেখানো হয়। নিমিষেই শত্রুদের মেরে কচুকাটা করে ফেলে। ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে রক্ষা করে পৃথিবীবাসীকে। রুপালি পর্দার এসব হিরোরা শুধুই কল্পনার। বাস্তবে তাদের দেখা পাওয়া যায় না। তবে তুমি যদি চাও, বাস্তবেই এসব কল্পিত সুপারহিরোদের চাইতেও অনেক বেশি শক্তিশালী হতে পারবে। সত্যিকথা বলতে তুমি এতই ক্ষমতা লাভ করতে পারবে যে, কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। দূর হয়ে যাবে তোমার সকল ভীতি। তুমি হবে অস্মভব সাহসী, শক্তিশালী একজন মানুষ। ব্যাটম্যান বা স্পাইডারম্যানের চাইতেও।

– ধুর ভাই, মজা করেন কেন? আপনি আমার সম্পর্কে জানলে আর এমন কথা বলতেন না। রাস্তা ঠিকমতো পার হতে পারব কি না সেই ভয়ে আম্মু বা বড়ভাইয়া আমাকে একা ছাড়ে না। ছিনতাইকারীদের মধ্যেও আমার ব্যাপক জনপ্রিয়তা। আর চুপি চুপি একটা কথা বলি আপনাকে, বাথরুমে একা যেতেও মাঝে মাঝে ভয় লাগে। রাতের বেলা। সেই আমি কীভাবে এমন সাহসী হব? গুলবাজি কইরেন না আমার সাথে!

না, আমি গুলপট্টি মারছি না। সত্যিই! তুমি যদি বিশ্বাস করো আর যা করতে বলছি তা করো, তাহলে তুমি হবে দুর্দান্ত সাহসী একজন মানুষ। পৃথিবীর সবচেয়ে সাহসীদের তালিকার প্রথম দিকে থাকবে তুমি!

তোমাকে যা করতে হবে তা হলো, প্রতি সকাল ও সন্ধ্যায় এই দুআটা বুঝে বুঝে ৩ বার পড়তে হবে। তাহলে সেদিন কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।

بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

বাংলা উচ্চারণ : বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা’আসমিহি শাইয়ূন ফিল আরদি ওয়ালা ফিসসামা-য়ি ওয়া হুয়াস সামিউল ‘আলীম।

অর্থ : (আমি আমার দিন বা রাতের সূচনা করছি) ওই আল্লাহর নামে, যার নামের সঙ্গে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরনের ক্ষতি করতে পারে না; তিনি সর্বশ্রোতা ও সর্বাজ্ঞ।

মুহাম্মাদ ﷺ বলেছেন, ‘কোনো ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যায় এই দুআটি তিনবার পড়বে, আর কোনো কিছু তাকে কোনো ধরনের ক্ষতি করবে—এমনটি হতে পারে না। অন্য এক বর্ণনায় আছে : সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না। আর সন্ধ্যায় পড়লে পরদিন সকাল পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না।[1] আল্লাহর নবি মুহাম্মাদ ﷺ তো আর মিথ্যা কথা বলবেন না, তাই না? (নাউযুবিল্লাহ) কাজেই সকাল-সন্ধ্যায় বিশ্বাসের সাথে এই দুআটা পড়ো, আর হয়ে যাও দুনিয়ার সবচেয়ে সাহসী ব্যক্তি। কারণ, আজ থেকে কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না…


[1] সুনানু আবী দাঊদ, ৫০৮৮; তিরমিযি, ৩৩৮৮; ইবনু মাজাহ, ৩৮৬৯।

[ষোলো দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত]


Posted

in

by

Tags: